সোমবার (১৯ নভেম্বর) দুপুরে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বি চৌধুরী দুপুরের খাবারের দাওয়াত দিয়েছিলেন বলেও জানান তিনি।
যুক্তফ্রন্টের চেয়ারম্যানের বারিধারার বাসভবন মায়া-বি’তে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ বৈঠক চলে।
বৈঠকে বি চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী ছিলেন।
অন্যদিকে হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএইচ/এএ