সোমবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, রোববার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনো দেশে শতভাগ স্বচ্ছ নির্বাচন হয় না, তাই বাংলাদেশেও শতভাগ স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে না।
তিনি আরও অভিযোগ করেন, বিটিভিসহ বেসরকারি টেলিভিশনকে চাপ দিয়ে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। তফসিল ঘোষণার পরও বিটিভিতে একচেটিয়াভাবে আওয়ামী লীগের প্রচারণা চালানো হচ্ছে। যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘনই নয়, এটা শাসকগোষ্ঠীর নগ্ন দালালির নামান্তর।
তিনি বলেন, এখনও বন্ধ হয়নি গ্রেফতার-হামলা-মামলা। এখনও দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উঠিয়ে নেওয়ার পর অস্বীকার করা হচ্ছে।
এসময় তিনি দেশব্যাপী একদিন আগে গ্রেফতার হওয়াদের তালিকা মিডিয়ার সামনে প্রকাশ করেন।
রিজভী বলেন, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য-মন্তব্য-মতামত প্রকাশ করা হচ্ছে। আমার নামে এসব আ্যাকাউন্টের সঙ্গে আমি সংশ্লিষ্ট না। এর দায়ভারও আমার না।
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ইএআর/আরআর