জামিন নামঞ্জুরকৃত আসামিরা হলেন- মুস্তাফিজুর রহমান, এনামুল হক, নয়ন, আরাফাত আহমদ, ফরহাদ আহমদ, জুনিয়র নজরুল, একরামুল হক, মামুন আহমদ ও আফজল আহমদ।
সোমবার (১৯ নভেম্বর) বিকেলে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালতের বিচারক ইব্রাহিম মিয়া তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
নিহত ফয়জুল হক রাজু সিলেট নগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন।
গত ১১ আগস্ট রাতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সদ্য নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বিজয় মিছিল নিয়ে কুমারপাড়ার বাসায় ফেরেন। নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে কুমারপাড়া পয়েন্টে ছাত্রদলের নতুন কমিটির সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে রাজু নিহত হন। আহত হন আরো দুই ছাত্রদল কর্মী।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের চাচা দবির আলী।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এনইউ/জেডএস