সোমবার (১৯ নভেম্বর) সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতারা বলেন, গতবছর সরকারিভাবে ৩৯ টাকা দরে চাল কেনা হলেও এবার তা তিন টাকা কমানো হয়েছে।
‘গত বছরের তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে। ধানের উৎপাদন খরচও বেড়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে কৃষকের বেঁচে থাকার জন্য তার উৎপাদিত ধানের লাভজনক দাম নিশ্চিত করা। কিন্তু সরকার তার উল্টো পথে হাঁটছে। ’
এ সময় দলের পক্ষ থেকে গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমএএম/এএ