সোমবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইন্টারনেটভিত্তিক সব যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে গেছে।
বিএনপি নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করেনি উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশনপ্রত্যাশীদের সঙ্গে স্কাইপিতে কথা বলা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়। কমিশন সচিব এ বিষয়টি নিশ্চিত করার পরও তড়িঘড়ি করে বিটিআরসিকে দিয়ে স্কাইপি বন্ধ করে দেওয়া সরকারের নিম্ন রুচির পরিচায়ক। সরকার আগামী জাতীয় নির্বাচনকে নিজেদের অনুকূলে নেওয়ার জন্য ক্লান্তিহীনভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।
রিজভী বলেন, আমি সরকারের এই ন্যাক্কারজনক সংকীর্ণ মানসিকতার ধিক্কার জানাই এবং অবিলম্বে ইন্টারভিত্তিক যোগাযোগ মাধ্যম স্কাইপি খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএইচ/এমএএম/আরবি/