মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব।
আদেশে ১৯৫৭ সালের দুর্নীতি দমন আইনের ৪(২) ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডসহ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএইচ/এসএইচ