ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন পেলেন অর্থমন্ত্রীর ভাই মোমেন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
মনোনয়ন পেলেন অর্থমন্ত্রীর ভাই মোমেন দলীয় মনোনয়নের চিঠি নিচ্ছেন আবদুল মোমেন-ছবি-বাংলানিউজ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিলেট নগরী ও সদর উপজেলা) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে আবদুল মোমেন।

রোববার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়।  

**নৌকার মনোনয়ন পেলেন মাশরাফি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে।

দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

গত আট বছর ধরে সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা ৮৫ বছর বয়সী আবুল মাল আবদুল মুহিত আর ভোট না করার ঘোষণা দিয়ে ছোট ভাই মোমেনকে প্রার্থী চাইলেও নিজেও একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে সেসময় মন্ত্রী বলেছিলেন, ‘আমি নমিনেশন পেপার জমা দিয়েছি ‘ডামি’ প্রার্থী হিসেবে। প্রতিদ্বন্দ্বিতা করবো না। ’

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোমেন তারই অগ্রজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উত্তরসূরী হিসেবে ভোটের মাঠে লড়বেন।  

আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে সিলেট-১ আসন থেকে একাধিক প্রার্থী থাকলেও সফল কূটনৈতিক ও অর্থনীতিবিদ আবদুল মোমেনকে সিলেট-১ আসনের নৌকার কাণ্ডারী হিসেবে বেছে নেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসকে/এসএম/এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।