ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনা-১ আসনে মহাজোটের প্রার্থী আসলে কে?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
খুলনা-১ আসনে মহাজোটের প্রার্থী আসলে কে?

খুলনা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে নৌকা প্রতীকে ভোটে অংশ নিতে বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসকে চিঠি দেওয়া হয়েছে।

রোববার (২৫ নভেম্বর)  রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়,  বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্রের চিঠি গ্রহণ করেছেন পঞ্চানন বিশ্বাস।

এ খবরে তার নির্বাচনী এলাকায় পঞ্চানন বিশ্বাসের সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পাড়েন। যদিও এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করে আসছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

কিন্তু রাত ৮টার দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় নিজেকে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করে তার ব্যক্তিগত ‘Sunil Shuvo Roy’ ফেসবুকে স্ট্যাটাস দেন।  সেখানে তিনি লেখেন- মহাজোটে জাতীয় পার্টি থেকে খুলনা-১ আসনে মনোনয়ন পেলাম। কর্মী সমর্থকদের প্রতি অনুরোধ রইলো কেউ অতি আনন্দ প্রকাশ করবেন না। সবাইকে নিয়েই আমাদের নির্বাচনী যুদ্ধে জয়ী হতে হবে। সবাই ভালো থাকুন। আগামীর সুন্দর দিন হবে আমাদের সবার।

এদিকে এক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই প্রার্থী নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে। দুই জনের সর্মথকদের মধ্যেও চলছে নানা তর্ক-বিতর্ক। সামাজিক মাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনার ঝড়।  

এ বিষয়ে পঞ্চানন বিশ্বাস ও সুনীল শুভ রায়ের বক্তব্য জানার জন্য তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়:  ০৭১৩ ঘণ্টা,  নভেম্বর ২৬, ২০১৮
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।