ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির গ্রেফতার, ১০ হাতবোমা জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ঝিনাইদহ জেলা জামায়াতের আমির গ্রেফতার, ১০ হাতবোমা জব্দ  আলী আজম মোহাম্মদ আবু বক্কর ও জব্দকৃত হাত বোমা। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতা মামলায় জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বক্করকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০টি হাত বোমা জব্দ করা হয়। 

সোমবার (২৬ নভেম্বর) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু বক্কর সদর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, নাশকতা কর্মকাণ্ড সৃষ্টির জন্য শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে অবস্থান করছেন আবু বক্কর। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে ১০টি হাত বোমা জব্দ করা হয়। আবু বকরের নামে ঝিনাইদহ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।