ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন দীপংকর-মণি-দীপেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন দীপংকর-মণি-দীপেন দীপংকর তালুকদার মনোনয়নপত্র জমা দেন

রাঙামাটি: রাঙামাটিতে আওয়ামী লীগের একমাত্র মনোনিত প্রার্থী সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি থেকে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পার্বত্য উপ-মন্ত্রী মণি স্বপন দেওয়ান এবং কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক একেএম (ডিসি) মামুনুর রশীদেও হাতে মনোনয়নপত্র জমা দেন দীপংকর তালুকদার।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়া লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমীন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

মনোনয়নপত্র জমা দেওয়ার দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের উন্নয়নে অন্যান্য সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছে। যা ইতিহাস সৃষ্টি করেছে। এখন একটি দাবি পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে মানুষকে শান্তিকে রাখা ও মানুষের উন্নয়নে কাজ করা।
মনোনয়নপত্র জমা দেন মণি স্বপন দেওয়ান এবং দীপেন দেওয়ান
অপরদিকে মনোনয়নপত্র জমাদানের সময় বিএনপির মণি স্বপন দেওয়ান এবং দীপেন দেওয়ান দু’টি দলে গ্রুপে বিভক্ত ছিলো।

মণি স্বপন দেওয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম প্রমুখ।

দীপেন দেওয়ানের সময় ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাঙামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, কাপ্তাই উপজেলার চেয়ারম্যান দিলদার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।