ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিলেন ২ এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
হবিগঞ্জে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিলেন ২ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও এমএ মুনিম চৌধুরী বাবু

হবিগঞ্জ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান দুই সংসদ সদস্য।
 

বুধবার (২৮ নভেম্বর) তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। উভয়েই হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।


 
তাদের একজন হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অপরজন ২০১৪ সালের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দেশে নির্বাচনী হাওয়া শুরু হওয়ার পর থেকেই উভয়ে এলাকায় গণসংযোগ চালাতে থাকেন। তাদের সঙ্গে উভয় দলের আরো একাধিক প্রার্থী মনোনয়ন পাওয়ার যুদ্ধে মাঠে থাকেন।
 
এক পর্যায়ে জাপা থেকে মনোনয়ন দেওয়া হয় জাপা নেতা আতিকুর রহমানকে। আর আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজীকে। এতে 
 
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।