বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে।
ইলিয়াস আলীকে গুম করা হয়েছে দাবি করে তিনি বলেন, আজও তাকে নিরুদ্দেশ করে রাখা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। এটা সিলেটের মানুষেরও প্রাণের দাবি। তাই দায়িত্বশীলদের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। কেননা, সিলেটের মানুষ প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না।
সিলেট-১ আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকার প্রশ্নের জবাবে ইনাম আহমদ চৌধুরী বলেন, দেশের বেশিরভাগ স্থানেই বিএনপির একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের প্রয়োজনে যে কেউ ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত। তাতে বিভক্তির কোনো কারণ নেই।
সিলেট-১ আসনে ব্যক্তিগত কোনো লোভ-লালসায় প্রার্থী হননি উল্লেখ করে তিনি বলেন, সিলেটকে দেশের মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে চাই, তেমনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। তাই এই আসনে নিজের উপস্থিতি মোটেই আকস্মিক কিছু নয়।
সিলেট-৬ আসনে বিকল্প ধারার প্রার্থী শমসের মবিনের সঙ্গে জনৈক যুবকের অনভিপ্রেত ঘটনার জেরে তিনি বলেন, এর দায় বিএনপি নেবে না। এ ধরনের অনভিপ্রেত, প্রতিহিংসাপরায়ণ ঘটনা মোটেও কাম্য নয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট বিএনপির নেতা সালেহ আহমদ খসরু, ডা. নাজমুল ইসলাম, এমরান আহমত চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এনইউ/আরআর