ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা করবে সরকার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা করবে সরকার  বক্তব্য রাখছেন মাহবুব-উল-আলম হানিফ ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর। 

তিনি বলেন, আমরা চাই উৎসব মুখর পরিবেশে সব দল নির্বাচনে অংশ নিক। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের নামে বিএনপি যদি সন্ত্রাসীদের পুনর্বাসন করতে চায় সরকার তা মেনে নিতে পারে না।

এই সুযোগ তো দেওয়া হবে না।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।  

হানিফ বলেন, যারা নাশকতা-সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। এ বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে তিনি আরও বলেন, নির্বাচনের আগে পুলিশ নাশকতাকারী-সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তা প্রত্যাশিত।

এসময় কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।