ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তি ও মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
খালেদার মুক্তি ও মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তিনটি আসনে তার মনোনয়ন বাতিলের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (০৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে বিক্ষোভ মিছিলটি রাজধানীর কাঁটাবন মোড় থেকে নীলক্ষেত গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

অন্যদের মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দে রিপন ও সোহেল আহমেদসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন। একইসঙ্গে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে জমা দেওয়া খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানান।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।