ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইনুসহ জাসদের ৩ প্রার্থী লড়বেন নৌকা প্রতীকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
ইনুসহ জাসদের ৩ প্রার্থী লড়বেন নৌকা প্রতীকে

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ার জন্য বলেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ তিনজন প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সংরক্ষিত প্রতীক (নৌকা) দেওয়ার জন্য রোববার (০৯ ডিসেম্বর) চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। চিঠিটি ইসিকে দিয়ে যান জাসদের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

 

জাসদের যে তিনজন নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন: কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে একেএম রেজাউল করিম তানসেন।

ইসি সচিবের কাছে লেখা চিঠিতে বলা হয়, ১৪ দলীয় নির্বাচনী জোটের শরীক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও ১৪ দলীয় নির্বাচনী জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীক নৌকা জাসদের উপরোক্ত নেতাদেরকে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।