ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কারো জন্য নির্বাচনী ট্রেন থেমে যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
কারো জন্য নির্বাচনী ট্রেন থেমে যাবে না ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: সারাদেশে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচালের উদ্দেশে বিএনপি, ঐক্যফ্রন্ট শেষ মুহূর্তে সরে গেলেও, কারো জন্য নির্বাচনী ট্রেন থেমে যাবে না।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নিজ জেলা নোয়াখালী শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিদ্রোহীদের নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট দুর্ভাবনায় আছে।

তাদের ঘরের বিবাদ বাইরে ছড়িয়ে পড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নিজেই হামলার শিকার হয়েছেন। বিএনপি সংকটে পড়বে, কারণ তারা মনোনয়ন বাণিজ্য করেছে। তাই তাদের মনোনয়ন বঞ্চিতরা অভিযোগ করছে, হামলা করছে।  

নিজেদের দলের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনী মাঠে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগের কোনো চিন্তা নেই। বিদ্রোহীদের প্রত্যাহারে আমরা কাজ করছি। দলের বাইরে কেউ ক্ষোভ দেখাবে না, আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা স্বস্তিতে আছি, কারণ আওয়ামী লীগ নির্বাচন বিষয়ে হোমওর্য়াক করেছে, আমাদের টিমওর্য়াক আছে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।