ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুরাদনগরে বিএনপির প্রচারণায় আ’লীগের হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
মুরাদনগরে বিএনপির প্রচারণায় আ’লীগের হামলার অভিযোগ গাড়ি বহরে হামলা। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কে এম মুজিবুরের গণসংযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। 

এসময় বিএনপি প্রার্থীর গাড়িসহ বহরে থাকা ৫টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী মুজিবুর।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মুরাদনগর থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে বিএনপির প্রার্থী মুজিবুর অভিযোগ করে বলেন, আমরা কয়েকটি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে মুরাদনগর থানার সামনে দিয়ে গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দা, লাঠি, হকিস্টিক দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। তারা আমাদের ৫/৬টি গাড়ির গ্লাস ভাঙচুর করেছে। হামলার দৃশ্য ধারণের সময় কয়েকজন সাংবাদিকের ক্যামেরা তারা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে বলেন, পুলিশের উপস্থিতিতে কোনো হামলার ঘটনা ঘটেনি। আমরা বরং সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।