ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধানের শীষের প্রার্থী-সমর্থকদের রুখে দাঁড়াতে বললেন রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
ধানের শীষের প্রার্থী-সমর্থকদের রুখে দাঁড়াতে বললেন রিজভী রুহুল কবির রিজভী/ফাইল ফটো

ঢাকা: নির্বাচন কমিশনে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এখন আমাদের প্রার্থীরা কি কেবল মার খাবে? ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ ও রুখে দাঁড়ানোর।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

রিজভী বলেন, ড. কামাল হোসেনের মতো একজন সম্মানিত ব্যক্তির গাড়িতে হামলার বিষয়টি নাকি ইসি সচিবের অজানা।

সারাদেশে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর আক্রমণ চলছে। প্রার্থীদের কোথাও নামতে দেওয়া হচ্ছে না।  

‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সারাদেশে সহিংস ঘটনার বিষয়ে পুলিশ বা অন্য কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোরূপ আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ’

তিনি বলেন, আমি আবারও দৃঢ়কণ্ঠে জানাচ্ছি- যেহেতু আমরা সরকারি বা বৈধ কোনো সংস্থা বা কর্তৃপক্ষের কাছ থেকে পরিত্রাণ বিষয়ক কোনো আশ্রয়ই পাচ্ছি না, তাই এমতাবস্থায় আমাদের নেতা-কর্মীদের নিজে থেকেই আত্মরক্ষার ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প পথ নেই। আইনগতভাবে প্রত্যেক নাগরিকেরই অধিকার আছে তার নিজের এবং অপরের জান ও মাল রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

রিজভী বলেন, সিরাজগঞ্জ শহর আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে আওয়ামী ক্যাডাররা বিএনপি কার্যালয়ের সামনে শুক্রবার সন্ধ্যায় গুলি চালিয়েছে। এসময় সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বিএনপি কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। ধানের শীষের প্রার্থী রোমানা মাহমুদ কোনোরকমে কার্যালয়ের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার হাতে, পায়ে ও শরীরে গুলি লাগে। তার সঙ্গে থাকা মহিলা দলের একজন নেত্রী মেরিনাও গুলিবিদ্ধ হন। সবাই এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

‘নাটোরের ধানের শীষের প্রার্থী সাবিনা ইয়াসমিন যাতে নাটোরে ঢুকতে না পারে এজন্য আওয়ামী লীগ ক্যাডাররা মুখে কালো মুখোশ পরে মোটরসাইকেল মহড়া দিয়েছে। কোনো রকমে সাবিনা ইয়াসমিন নাটোর শহরে প্রবেশ করতে পারলেও এখন তাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। ’

‘চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা স্বেচ্ছাসেবক  দলের নেতা হালিমউদ্দিন গুড্ডুর বাড়িতে হামলা হয়েছে। মারধরের জেরে গুড্ডুর মাকে হাসপাতালে ভর্তি করা হয়। গুড্ডু তার মাকে হাসপাতালে দেখতে গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ’
 
তিনি আরও বলেন, গাজীপুরের কাপাসিয়ায় ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান প্রচারণা চালানোর সময় তিন দফায় হামলা চালিয়েছে। হামলায় ১০/১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
 
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।