ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শরণখোলা ইউনিয়ন আ’লীগ সভাপতির উপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮

বাগেরহাট: জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান জমাদ্দার বাদল এবং চায়ের দোকানি শহীদুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চাল রায়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা শাহজাহান বাদলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শহীদুল ইসলামকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বাদলের ছোট ভাই শামছুর রহমান জমাদ্দার বলেন, আমার ভাই চাল রায়েন্দা বাসস্ট্যান্ডে শহীদুল ইসলামের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে কিছু লোক আমার ভাইয়ের উপর হামলা করে। এতে তার ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থান জখম হয়। হামলা ঠেকাতে গিয়ে দোকানি শহীদুল ইসলামও আহত হন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, শাহজাহান জমাদ্দারের ডান পা ভেঙে গেছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, শাহজাহান বাদলের সঙ্গে স্থানীয় শ্রমিকলীগ নেতা হেলাল তালুকদারের রাজনৈতিক বিরোধ ছিল। পুলিশ হামলার ঘটনা তদন্ত করছে।  

এ বিষয়ে জানতে হেলাল উদ্দিন তালুকদারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।