ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ সংবাদ সম্মেলন করছেন এইচএম গোলাম রেজা। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: নির্বাচনী প্রচারে বাধা, কর্মী-সমর্থকদের মারধর ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে বিকল্পধারার দলীয় প্রার্থী এইচএম গোলাম রেজা। 

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।  

সম্মেলনে গোলাম রেজা বলেন, বিকল্পধারা মহাজোটের শরিক দল।

আমরা চাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু সাতক্ষীরা-৪ আসনের মহাজোটের শরিক আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এসএম জগলুল হায়দারের ছোটভাই জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে তার লোকজন একের পর এক বিকল্পধারার কুলা প্রতীকের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।  

তিনি বলেন, শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আমার নির্বাচনী পথসভায় হামলা চালায়। এতে শাহাদাত হোসেন ও রেজা নামে দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের কালিগঞ্জ হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হচ্ছে।  

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা অভিযোগ করে আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করাসহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন জগলুল হায়দার।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।