ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারীদের অবদানে রাজশাহী আরো এগিয়ে যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
নারীদের অবদানে রাজশাহী আরো এগিয়ে যাবে পুনর্মিলনী অনুষ্ঠানে কেক কাটছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, নারীদের অবদানে রাজশাহী আরো এগিয়ে যাবে, দেশও এগিয়ে যাবে। 

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে মেয়েদের সরকারি স্কুল আরো হওয়া দরকার।

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে এখানে আরো সরকারি স্কুল প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।  

এসময় আরো উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, চার্চ অব বাংলাদেশের মডারেটর স্যামুয়েল সুনীল মানখিন, মিশল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অলোকা হেমব্রম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।