ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিরপুরে আ’লীগ অফিসে ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
মিরপুরে আ’লীগ অফিসে ভাঙচুর মিরপুরে আ’লীগ অফিসে ভাঙচুর-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানাধীন মোল্লাপাড়ায় (ঢাকা-১৫) আওয়ামী লীগের একটি অফিসে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোল্লাপাড়ায় আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু ও দলটির সভানেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। দুর্বৃত্তরা হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, আমরা জানতে পেরেছি বিএনপি-জামায়াত সমর্থিত লোকজন একত্রিত হয়ে আওয়ামী লীগের অফিসে প্রবেশ করে মারামারি-ভাংচুর করেছে। এ সময় তারা গুলি ছোড়ে বলেও শোনা গেছে। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার। অন্যদিকে ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।