ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাস, মাদক-দুর্নীতি সমাজকে কলুষিত করে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
সন্ত্রাস, মাদক-দুর্নীতি সমাজকে কলুষিত করে  পথসভায় বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: সন্ত্রাস, মাদক-দুর্নীতি সমাজকে কলুষিত করে বলে মন্তব্য করেছেন বরিশাল- ৫ ও ঝালকাঠী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে নলছিটি উপজেলার কুলকাঠী বাজারে পথসভায় এ মন্তব্য করেন তিনি।

ফয়জুল করিম বলেন, ইসলাম সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।

তাই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত নলছিটি গড়তে হাতপাখাকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, যারা নিজেরাই সন্ত্রাস ও দুর্নীতিতে জর্জরিত তাদের দ্বারা কখনো দুর্নীতিমুক্ত করা সম্ভব না। সুতরাং আপনাদের উচিৎ হবে যার নামে কোনো দুর্নীতির কালিমা নেই, মাদকের সঙ্গে সম্পৃক্ততা নেই, সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নেই এমন একজন ক্লিন ইমেজের সৎ, যোগ্য প্রার্থীকে আপনাদের প্রতিনিধি করে সংসদে পাঠানো।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।