ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় নৌকা-ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
বগুড়ায় নৌকা-ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় নৌকা ও ধানের শীষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ১২ থেকে ১৪টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের আঞ্চলিক অফিস ও বসতবাড়িসহ সাতটির মতো দোকান ভাঙচুর করা হয়। 

সেইসঙ্গে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার চড়পাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাবার বুলেট ও টিয়ারসেল ছোঁড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি চড়পাড়া ও পাকুল্যা বাজার এলাকায় বাড়তি পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নেতৃত্বে ঘটনাস্থলে বাড়তি পুলিশ যায়। ঘটনাস্থলে পৌঁছায় বিজিবিও।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমবিএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।