বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের শাহাজাদপুর, নতুনবাজার ও বারিধারা এলাকায় হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় উন্নয়নের এ চিত্র তুলে ধরা হয়।
এ সময় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী বলেন, ঢাকা-১৭ আসনের মানুষ এখনো হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন মনে রেখেছেন।
চিশতী আরো বলেন, এরশাদ পানির সমস্যা দূর করতে ১৪টি গভীর নলকূপ স্থাপন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন নির্মাণ এবং কম্পিউটার ল্যাব স্থাপন করে দিয়েছেন। নতুন ঈদগাহ ও মন্দির নির্মাণ করেছেন। বাজার ও রাস্তাঘাটের উন্নয়ন করেছেন।
এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাঈম, শফিউল্লাহ শফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শারমিন পারভিন লিজা, কাজী আবুল খায়ের, গুলশান থানা জাতীয় পার্টির সভাপতি আবদুল আজিজ খান, সাধারণ সম্পাদ আবদুস সাত্তার, বনানী থানা জাতীয় পার্টির সাধারন সম্পাদ মো. মামুনুর রহমান, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, হাসনা হেনা, রুনা পারভিন, নিগার সুলতানা, কেয়া মাসুদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসই/এমজেএফ