ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।  বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রুহিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক এবং ঘনিমহেশপুর গ্রামের মৃত হাফিজ উদ্দেিনর ছেলে আবু শাহীন (৩৫), ঢোলারহাট ইউনিয়ন বিএনপি নেতা ও ধর্মপুর গ্রামের মহির উদ্দীনের ছেলে বাদশা মিয়া (৩৮) এবং জামায়াত নেতা ও ধর্মপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে আলাউদ্দীন ওরফে আলাল (২৮)।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা ২০১৪ সালের রুহিয়া থানাধীন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা ও নাশকতা মামলার পলাতক আসামি ছিলেন। তারা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যায়নি। গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।