ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এসপি হারুন নিরাপত্তা দিয়ে বন্দরে নিলেন ফখরুলকে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসপি হারুন নিরাপত্তা দিয়ে বন্দরে নিলেন ফখরুলকে  নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির সমাবেশস্থল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এসএম আকরামের জনসভা ছিল শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে। এতে যোগ দিতে দুপুর আড়াইটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রওয়ানা হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুলের গাড়িবহর কাঁচপুর সেতু পার হওয়ার পর খবর আসে মদনপুর মোড়ে হামলা হতে পারে। এ খবরে নয়াবাড়িতে ফখরুলের গাড়িবহর থামানো হয়।

পরে নারায়ণগঞ্জের এসপি হারুন অর রশীদ এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভয় দিয়ে বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তা সহকারে বন্দর পৌঁছে দেন।  

বিকেল ৪টায় সোনাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল।  

সভায় আরও উপস্থিত আছেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না,  ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থীরা।

জনসভা শেষ হওয়া পর্যন্ত এসপি হারুন মাঠেই অবস্থান করেন। জনসভা শেষে পুনরায় পুলিশি নিরাপত্তা দিয়ে নারায়ণগঞ্জ জেলার সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয় মির্জা ফখরুলকে। এ এসপি হারুনই বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে পিটিয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এমএইচ/এএ                                       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।