ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী লড়াই চলছে মাঠে, চায়ের কাপে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
নির্বাচনী লড়াই চলছে মাঠে, চায়ের কাপে চায়ের দোকানগুলোতে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। ছবি-বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। নিজ নিজ এলাকার প্রার্থী নিয়ে ভোটারদের রয়েছে আলাদা হিসাব-নিকাশ। আর এসব আলোচনার ঝড় উঠছে এখন চায়ের কাপে। 

শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে মগবাজারের একটি চায়ের দোকানে দেখা যায় ভোটাররা নির্বাচনী আলাপে মশগুল। একজন ভোটার এলাকার এক প্রার্থীর পক্ষে কথা বললেন, তার প্রশংসা করলেন তো আরেক ভোটার একই আসনের আরেক প্রার্থীর প্রশংসা করে তাকেই এগিয়ে রাখলেন।

এ নিয়ে খানিকটা তর্কও হলো দুই ভোটারের মধ্যে। সারা দেশের এখন একই চিত্র। শুধু ভোটের আলাপ।  

শীতের আমেজে চায়ের চুমুকে চুমুকে চলছে ভোটের আলাপ। সেই আলাপের কোনো শেষ নেই। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত  সেই ভোটের আলাপ।  

এদিকে অফিস-আদালতেও ভোটের আলাপ থেমে নেই। ক্যান্টিনেও চায়ের চুমুকের ফাঁকে ফাঁকে ভোটের আলাপ চলছে।  

রাজধানীর  বিভিন্ন চায়ের দোকানে শ্রমজীবী মানুষের মধ্যেই ভোটের আলাপে আগ্রহ বেশি দেখা যায়। চা পান করতে করতে অনেকেই নির্দ্বিধায় কোনো একটি রাজনৈতিক দল বা জোটের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করছেন। তবে মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই তার রাজনৈতিক অবস্থান কৌশলগত কারণে প্রকাশ করেন না। সে কারণে ভোটের আলাপ থেকে দূরে থাকারও চেষ্টা করেন কেউ  কেউ। তবে ভোটের দিন এখন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের আলাপ।  

আবার কোথাও কোথাও ভিন্ন চিত্রও রয়েছে। ভোটের আলাপ নিয়ে তর্ক-বিতর্ক ঠেকাতে কোনো কোনো চায়ের দোকান ছোট নোটিশও টাঙিয়েছে। সেখানে লেখা-‘রাজনৈতিক আলাপ নিষেধ’। রাজধানীর পল্টনে একটি চায়ের দোকানে এমন নোটিশও চোখে পড়লো। এ নোটিশ টাঙানোর পেছনে কারণ কী- দোকানি হানিফ শেখকে জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, কয়েকদিন আগে ভোটের আলাপ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তাই বাধ্য হয়েই তিনি এ নোটিশ টানিয়েছেন।  

৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
টিআর/এসএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।