ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসি-প্রশাসন আ’লীগের হয়ে কাজ করছে: সালাহ্উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
ইসি-প্রশাসন আ’লীগের হয়ে কাজ করছে: সালাহ্উদ্দিন

ঢাকা: নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের হয়ে কাজ করছে অভিযোগ করে ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদ সুষ্ঠু ভোট আয়োজনে সব পক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২২ ডিসেম্বর) নিজের নির্বাচনী এলাকা শ্যামপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

সালাহ্উদ্দিন আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।

তারা প্রজাতন্ত্রের লোক। তাদের কাজ জনগণের নিরাপত্তা দেওয়া। কিন্তু কিছুু পুলিশ যেভাবে আচরণ শুরু করেছে, নির্বিচারে গ্রেপ্তার করছে, তাতে অবাধ নির্বাচন কিছুতেই সম্ভব নয়। নির্বাচন কমিশনও (ইসি) সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারছে না। ইসি ও প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করছে। ’        

এ সময় তিনি সংসদ সদস্য থাকাকালে শ্যামপুর-কদমতলীতে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে সালাহউদ্দিন আবারও ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে সালাহ্উদ্দিন বলেন, জনগণ রাস্তায় নেমে গেছে। দু’একদিন পরে আরও নামবে। এখন আর তাদের দাবিয়ে রাখা যাবে না।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।