ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রচারণায় বাধা ও অফিস ভাঙচুরের অভিযোগ সাকির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
প্রচারণায় বাধা ও অফিস ভাঙচুরের অভিযোগ সাকির প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বামজোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকির

ঢাকা: নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রলীগ কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১২ আসনের প্রার্থী জোনায়েদ সাকি। তার নির্বাচনী অফিসেও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা-১২ সংসদীয় আসনের ২৭ নং ওয়ার্ডে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে থেকে শের-ই-বাংলা নগর এলাকায় কোদাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকি নির্বাচনী গণসংযোগ চালান।

জোনায়েদ সাকি অভিযোগ করেন, শেরেবাংলা নগর এলাকা প্রদক্ষিণের এক পর্যায়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তার প্রচার মিছিল উপস্থিত হলে ছাত্রলীগ কর্মীরা ইট ও লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়ে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে।

হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক বামজোট সমর্থিত এই প্রার্থী বলেন, নির্বাচনী প্রচারণায় সবার সমান সুযোগ নেই। উল্টো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকের হামলাসহ বারবার হামলা করে প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। আজকের ন্যাক্কারজনক হামলায় আবারও প্রমাণ হলো—নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই। ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় অন্যদলের প্রচারণা চলবে না’ এই হুংকার তুলে সরকার সমর্থিতরা নির্বাচনী পরিবেশে ভীতি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।  

জোনায়েদ সাকি বলেন, গতকাল শেরেবাংলা এলাকার ২৭ নং ওয়ার্ডে নির্বাচনী অফিস ভেঙে দিয়েছে। এখন সরকার সমর্থিতরা বাধা সৃষ্টি করে ভয় ছড়াচ্ছে এবং একক আধিপত্য চালাচ্ছে।  

তিনি বলেন, মাত্র ৫ দিন প্রচারণার বাকি এই সময়ে দফায় দফায় বাধা হামলা করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। ৩০ তারিখ ভোটকেন্দ্রে এসে জনগণকে ভয়মুক্ত বাংলাদেশ গড়ার পক্ষে তাদের রায় দেবার আহবান জানাই।

ফেসবুক ও ইয়াহু অ্যাকাউন্ট এবং গণসংহতি আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক করা হয়েছে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, মাঠের প্রচারের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজে বাধা সৃষ্টি করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। দুর্বৃত্তরা গণসংহতি আন্দোলনের ফেসবুক পেইজের অ্যাডমিন সরিয়ে নিজেরা নিয়ন্ত্রণ দখল করে নিয়ে নিজেদের ইচ্ছামতো পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ইতিমধ্যে থানায় জিডি করা হয়েছে ফেসবুক ও ইমেইল হ্যাকিং প্রসঙ্গে। অবিলম্বে সাইবার অপরাধী এবং প্রচারণায় হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেবার জন্য দাবি জানান জোনায়েদ সাকি।

শনিবার জোনায়েদ সাকির সঙ্গে নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, বাচ্চু ভূইয়া, বেলায়েত হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।