ঢাকা, শনিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে একই মঞ্চে প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
টাঙ্গাইলে একই মঞ্চে প্রার্থীরা

টাঙ্গাইল: জনগণের মুখোমুখি হতে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একই মঞ্চে এসেছিলেন প্রার্থীরা। 

‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ প্রতিপাদ্য নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা একই মঞ্চে আসেন।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে  সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছানোয়ার হোসেন, বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান, জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মুনির, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার ছানোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির আবু তাহের, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের শামীম আল মামুন বক্তব্য রাখেন। এসময় তারা সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সুজন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুজনের আঞ্চলিক সম্বনয়কারী জয়ন্ত কর, টাঙ্গাইল শাখার সহ-সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, আইনজীবী আব্দুল করিম ও আল রুহী, সাংস্কৃতিক কর্মী মীর মেহেদী ও মেহের নিগার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।