নিবন্ধনহীন জামায়াতে ইসলামের সঙ্গে মিলে তারা নির্বাচনী মাঠে নেমেছে। অবশ্যই জনগণ তাদের বিচার করবে।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নে পৃথক নির্বাচনী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। আগামী নির্বাচনেও এ দেশের মানুষ উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দেবে। সারাদেশে নৌকার গণজোয়ার দেখে ওরা (বিএনপি) স্তম্ভিত। জনগণের কাছে ভোট চাওয়ার সাহস পাচ্ছে না। অথচ মিথ্যা অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার পায়তারা করছে।
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনী মাঠে খেলতে এসেছেন ভালো কথা, কিন্তু ঠিকঠাকভাবে খেলবেন। যদি ফাউল করেন, তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে।
এসব জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোহাম্মদ নাসিম ব্যক্তিগত নিরাপত্তা ও পতাকাবিহীন নিজের গাড়ি নিয়ে নির্বাচনী সমাবেশ এবং গণসংযোগ করেন। তিনি চরের পথে পথে কৃষক ও কৃষি শ্রমিকসহ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসআই