ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মওদুদের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
মওদুদের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫ হামলা চালিয়ে মওদুদের গাড়িহরের এই দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ/ছবি: বাংলানিউজ

নোয়াখালী: ধানের শীষের হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা দু’টি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে বলে সূত্রের খবর। তবে অক্ষত আছেন মওদুদ।

সোমবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

হামলার ঘটনায় আহতরা হলেন- মো. দিদার, আফসার হোসেন, বেলায়েত হোসেন ও মো. রাকিবসহ যুবদলের পাঁচ নেতাকর্মী।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন অভিযোগ করে বলেন, সকালে পেশকারহাট, বামনী ও মুছাপুরের উদ্দেশ্যে প্রার্থীসহ আমরা গাড়িবহর নিয়ে বের হই। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা পিছনে থাকা দু’টি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে জখম করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, মওদুদ আহমদ গাড়িবহর নিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।