ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সেনাবাহিনী অবাধ নির্বাচনে কাজ করবে, আশা মান্নার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
সেনাবাহিনী অবাধ নির্বাচনে কাজ করবে, আশা মান্নার সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের র্শীর্ষ নেতারা/ছবি: বাদল

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আশার কথা সেনাবাহিনী মাঠে নেমেছে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করবে বলে ঐক্যফ্রন্ট আশা রাখে। 

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  

মান্না বলেন, নির্বাচনে মার্কিন পর্যবেক্ষকদের ভিসা না দেওয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীসহ বিশ্ববাসী উদ্বেগ জানিয়েছে।

প্রতিনিয়ত প্রার্থীদের গ্রেফতার, হামলা ও প্রতিহিংসামূলক সাজানো রাজনৈতিক মামলায় নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এটা কোন ধরনের নির্বাচন। আসুন, ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা সবাই রুখে দাঁড়াই।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।