ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কর্মীদের হয়রানির অভিযোগ এমদাদুল ভরসার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
কর্মীদের হয়রানির অভিযোগ এমদাদুল ভরসার সংবাদ সম্মেলনে রংপুর-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এমদাদুল হক ভরসা। ছবি: বাংলানিউজ

রংপুর: মামলা, গ্রেফতার, হত্যা ও গুমের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কাজে বাধা দেওয়াসহ কর্মী-সমর্থকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এমদাদুল হক ভরসার। 

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এমদাদুল ভরসা বলেন, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মিলছে না।

আমরা হিংসা বিদ্বেষ চাই না। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণের পরিবেশ চাই। সাধারণ মানুষ ভোট দিতে চায়।

একের পর এক হামলা, গ্রেফতার ও ভয়ভীতি দেখিয়ে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করা হচ্ছে বলেও জানান  তিনি।

ধানের শীষের এই প্রার্থী বলেন, ১১ ডিসেম্বরের পর থেকে পুলিশ ১৫ জনেরও বেশি নেতাকর্মীকে আটক করেছে। ৫টি নির্বাচনী অফিস ভাঙচুর করাসহ মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার মিলছে না।

রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল ভরসা বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।  

সংবাদ সম্মেলনে পীরগাছা উপজেলার বিএনপি নেতা নাজির হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান এমদাদুল হক ভরসা।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।