ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আখাউড়ায় শতবর্ষী মধু সুদনকে নিয়ে কেক কাটলেন আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
আখাউড়ায় শতবর্ষী মধু সুদনকে নিয়ে কেক কাটলেন আইনমন্ত্রী মধু সুদন পালকে নিয়ে কেক কাটছেন আনিসুল হক। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: মঙ্গলবার (২৫ ডিসেম্বর) শতবর্ষে পা রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার রাধানগর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মধু সুদন পাল। এ উপলক্ষে তাকে নিয়ে জন্মশত বার্ষিকীর কেক কেটেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।  

সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মধু সুদনর জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।  

সংঘের কার্যালয়ের সামনে মো. কাদিরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূইয়া ও আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া।  

মন্ত্রী এসময় বলেন, এখন আর শতবর্ষী মানুষ তেমন দেখা যায় না। একজন শতবর্ষীর জন্মদিনে কেক কাটতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।  

এসময় মধু সুদনকে তার জীবনাচরণ মানুষের মাঝে তুলে ধরার জন্য আহ্বান জানান মন্ত্রী।

প্রসঙ্গত, মধু সুদন পাল দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর দাদা।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।