ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশালে গ্রেফতার ৩৭ জনকে জেলহাজতে প্রেরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, ডিসেম্বর ২৬, ২০১৮
বরিশালে গ্রেফতার ৩৭ জনকে জেলহাজতে প্রেরণ প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মহাসিন মন্টুসহ ৩৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর)  দুপুরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  

এর আগে সোমবার (২৪ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে চার থানা পুলিশ।

 

এর মধ্যে কোতয়ালী মডেল থানা পুলিশ ১৬ জন, এয়ারপোর্ট থানা পুলিশ পাঁচজন, কাউনিয়া থানা পুলিশ পাঁচজন ও বন্দর থানা পুলিশ আরও ১১ জনকে গ্রেফতার করে।  

এদের বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজিসহ আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।