ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে ১২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৬৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, ডিসেম্বর ২৮, ২০১৮
ঝিনাইদহে ১২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৬৩ ছবি : প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় অভিযান চালিয়ে ১২ জামায়াতকর্মীসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২৮ডিসেম্বর) সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ঝিনাইদহের সদর থানায় ১৪ জন, হরিনাকুন্ডু থানায় তিনজন, শৈলকুপা থানা দশজন, কালীগঞ্জ থানায় ছয়জন, কোটচাঁদপুর থানায় সাতজন, মহেশপুর উপজেলায় ২৩ জন রয়েছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিলু বিশ্বাস বাংলানিউজকে বলেন, বিভিন্ন থানায় নাশকতার মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এমএমইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।