ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফুড ভিলেজে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ফুড ভিলেজে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

বগুড়া: ফুড ভিলেজে অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় অবস্থিত ফুড ভিলেজে অভিযান চালায় পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ফুড ভিলেজের মালিক বলে জানা গেছে।


 
গ্রেফতারকৃতরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, গাড়ীদহ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান দবিবুর রহমান, শেরপুর পৌরসভার কাউন্সিলর বিএনপি নেতা জাহেদুর রহমান টুলু, বিএনপি নেতা ফেরদৌস জামান, হাফিজার রহমান ও আব্দুর রহিম।
 
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।