ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আমরাই জিতবো: সাবের হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, ডিসেম্বর ৩০, ২০১৮
শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আমরাই জিতবো: সাবের হোসেন

ঢাকা: সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছেন ঢাকা-৯ আসনের মহাজোট প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোটে দেওয়া শেষে সাংবাদিকদের আলাপকালে এ দাবি করেন সাবের হোসেন।

মহাজোট প্রার্থী বলেন, আমরা আগেই বলেছিলাম এবার শন্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাই হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। আশা করি, শেষ সময় পর‌্যন্ত এ পরিবেশ বজায় থাকবে। এ জন্য যদি আমাদের প্রতিপক্ষ দলের নেতা ও এজেন্টরা সহযোগিতা চায় আমরা তা করবো।

নির্বাচনে আমরাই জয়ী হবো উল্লেখ করে তিনি বলেন, দেশের কয়েকটি জরিপে দেখা গেছে আমরা এগিয়ে। ভোট কেন্দ্রগুলোতে গিয়েও দেখা গেছে ভোটারা আমাদের পক্ষে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।