ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিয়ের উৎসবের মত মানুষ ভোট দিয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
‘বিয়ের উৎসবের মত মানুষ ভোট দিয়েছে’ মোহাম্মদ নাসিম

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ বিয়ের উৎসবের মতো ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বুধবার (০২ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৪দলের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

এ সময় মোহাম্মদ নাসিম জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মাথা গরম না করে ইতিবাচক রাজনীতির জন্য শপথ গ্রহণ করুন।



তিনি বলেন, ভুল সংশোধন করে বিএনপি ইতিবাচক রাজনীতি করবে এ আশা ১৪ দলের। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন নাসিম।

অন্যান্য দেশের যারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে ১৪দল বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করবে বলেও জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ২৮৮টি আসন পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭ আসন।

এ সময় আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।