ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারে নয়, বিরোধীদলে থাকতে বিক্ষোভ জাপার একাংশের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
সরকারে নয়, বিরোধীদলে থাকতে বিক্ষোভ জাপার একাংশের জাপা নেতা-কর্মীদের বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারে নয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে বেরিয়ে বিরোধীদলে থাকার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীরা।

বুধবার (০২ জানুয়ারি) দুপুরে জাপার সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীনের নেতৃত্বে দলটির বনানী কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ-মিছিল করেন।

সরকারে নয়, বিরোধীদলে থাকার দাবিতে ‘পল্লীবন্ধু এরশাদ, বিরোধী দলের নেতা, বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় জাপা নেতাকর্মীদের।

একই সময়ে বনানী কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি দলটি প্রেসিডিয়াম সদস্যরা।

সভা শেষে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাপা মহাজোটে আছে, থাকবে। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) শপথের পর পার্লামেন্টারি কমিটি এ সিদ্ধান্ত নেবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বে মহাজোট থেকে অংশ নিয়ে ২২টি আসনে জয় পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। তবে, দলটি সরকারে না বিরোধীদলে থাকবে এ বিষয় সিদ্ধান্তহীনতায় ভুগছে।

দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসন বাবলা, মজিবুল হক চুন্নু, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, আজম খান, মাসুদ উদ্দিন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, সালমা ইসলাম, চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৬৬টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এ ছাড়া জাতীয় পার্টি ২২টি ও বিএনপি জোট ছয়টি আসনে জয়লাভ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।