ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল হোসেন ড. কামাল হোসেন

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য ২০ জানুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলানিউজকে বলেন, ড. কামাল হোসেন নিয়মিত চেকআপের জন্য প্রতিমাসে সিঙ্গাপুর যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় দুই মাস তিনি শারীরিক চেকআপ করাতে যেতে পারেননি।

শিগগিরই তিনি সিঙ্গাপুর যেতে পারেন। তবে সঠিক তারিখ বলতে পারছি না।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২০ জানুয়ারি স্ত্রী হামিদা হোসেনসহ তিনি সিঙ্গাপুর যাবেন। শারীরিক চেকআপ করিয়ে ২৫ জানুয়ারি পুনরায় তার দেশে ফেরার কথা রয়েছে।

সিঙ্গাপুর থেকে ড. কামাল হোসেন লন্ডন যাবেন কিনা জানতে চাইলে ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বাংলানিউজকে বলেন, ড. কামাল হোসেন তার নিজের বিভিন্ন কাজে প্রায়ই বিভিন্ন দেশ সফর করে থাকেন। শিগগিরই তিনি লন্ডনে যাবেন কিনা বিষয়টি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এমএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।