ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘প্রধানমন্ত্রীর দাওয়াতে যাওয়ার ইচ্ছে নেই ঐক্যফ্রন্টের’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
‘প্রধানমন্ত্রীর দাওয়াতে যাওয়ার ইচ্ছে নেই ঐক্যফ্রন্টের’

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন গণভবনে ‘শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে’ জাতীয় ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানালেও সেখানে যেতে ফ্রন্টের ইচ্ছে নেই। এমনটি বলেছেন জোটের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে গণফোরামের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাঠানোর বিষয়টি জানিয়ে সুব্রত চৌধুরী এ মনোভাব প্রকাশ করেন।

তিনি বাংলানিউজকে বলেন, ‘আমরা গণভবন থেকে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণ পেয়েছি।

কিন্তু এতে যাওয়ার সুযোগ নেই। এটা আমার ব্যক্তিগত অভিমত। পরে জোট ও দলীয় ফোরামে এ নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া কয়েকদিন আগেইতো পিঠা খেয়ে এলাম। আপাতত চা চক্রে যাওয়ার ইচ্ছে নেই। ’

এ বিষয়ে ফ্রন্টের নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ‘বিষয়টা আমি জানি না । এ সম্পর্কে আমার ধারণা নেই। ’
 
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮ আসনে জয় পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এ নির্বাচনে মাত্র আটটি আসনে জিততে পারে ঐক্যফ্রন্ট। নির্বাচনের শুরু থেকেই কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে আসছেন ঐক্যফ্রন্টের নেতারা।  

নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচকতার স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে সংলাপে বসার আহ্বান জানায় জাতিসংঘ। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ সংসদ নির্বাচন নিয়ে সংলাপের কথা বলেনি। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সংলাপ হতেই পারে। আমাদের প্রয়োজন হলে পরে সেটা দেখা হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।