ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করার দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, জানুয়ারি ২৮, ২০১৯
ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করার দাবি ছাত্র ইউনিয়নের সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরির্বতে একাডেমিক ভবনে করার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত ছাত্রসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।  

ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করার দাবি ছাড়াও গেস্টরুম নির্যাতন বন্ধ করে হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বণ্টন, বিগত ২৮ বছরের ছাত্রবিমুখ সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ছাত্র সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব দাসের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভ, সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক এজিএস নাসির-উদ-দৌজা।  

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির।

জি এম জিলানী শুভ বলেন, প্রশাসন ডাকসু নির্বাচনের জন্য যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারে তাহলে সে নির্বাচন একটি প্রহসনে পরিণত হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের কোন প্রহসনকে ছাড় দেবে না, নির্বাচনের নামে কোন প্রহসন তারা মেনে নেবে না।

ফয়েজউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬২ শতাংশ শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছেন। তারা হলের পরিস্থিতির সাথে পরিচিত নন, তাদের ভয়ভীতি প্রদর্শন করা হলে তারা হলের ভিতরে গিয়ে ভোট দিতে চাইবেন না। নির্বাচনকে উৎসবমুখর করার জন্য একাডেমিক ভবনে ভোট দেয়ার দাবি জানিয়েছি।

ছাত্র ফেডারেশনের নেতা উম্মে হাবিবা বেনজির বলেন, একটি সংগঠন ছাড়া সকল ছাত্র সংগঠন ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করার পক্ষে মত দিয়েছে। হলে ভোটকেন্দ্র হলে নির্বাচন হবে ভোটের আগের দিন রাত থেকে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ