ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাকে নেদারল্যান্ডসহ ৪ দেশের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
শেখ হাসিনাকে নেদারল্যান্ডসহ ৪ দেশের অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ফটো

ঢাকা: টানা তৃতীয়বার সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ জানুয়ারি) আলাদা অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েয়েছেন নেদারল্যান্ডস, জর্ডান, আজারবাইজান ও তিউনিশিয়ার প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট 

এছাড়া জর্ডানের প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজ, আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুজ মাম্মাদভ ও তিউনিশিয়ার প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ আলাদা বার্তায় বাংলাদেশের ইতিহাসে চতুর্থবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।