চিঠিটি হস্তান্তর করেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমিরি বেগম ছন্দা ও মিডিয়া প্রধান জাহাঙ্গীর আলম প্রধান।
সুব্রত চৌধুরী প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, গণভবনে ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ।
‘গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। সেদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা হরণ করা হয়েছে। ’
‘অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আহুত চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়। ’
সুব্রত চৌধুরী, সদস্য স্টিয়ারিং কমিটি, জাতীয় ঐক্যফ্রন্ট ও নির্বাহী সভাপতি গণফোরাম।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমএইচ/এএ