ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি

ঢাকা: আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। উল্টো উপজেলা নির্বাচন বয়কট করে ভোটাধিকার প্রতিষ্ঠা ও শক্তিশালী স্থানীয় সরকারের দাবিতে লড়াই গড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর নৈশকালীন ‘ভুয়া’ ভোটের অভিযানের মাধ্যমে নির্বাচনী প্রহসন সংঘটিত হয়েছে।

জনগণের ভোটাধিকার হরণ করেছে। এখনো বঞ্চনার দগদগে ঘা শুকায়নি। মানুষ ভোটের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। নির্বাচন কমিশন সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো কমিশন সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু করার ঘোষণা দিয়েছেন। যা মানুষের হতাশাকে আরো বাড়িয়ে দিয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, এ পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়ার ন্যূনতম সুযোগ না থাকায় আসন্ন উপজেলা নির্বাচনে সিপিবি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ নির্বাচনে সিপিবি কোনো প্রার্থী দেবে না।
 
নির্বাচনকে সামনে রেখে সিপিবি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করবে। দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট এলাকাসমূহে সভা সমাবেশ করবে। জনগণকে কালো টাকা, পেশিশক্তি, ধর্ম ও প্রশাসনের অপব্যবহার মুক্ত নির্বাচনের সংগ্রামে শামিল করবে।
  
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯ 
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।