রোববার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে জামান বাংলানিউজকে জানান, দলের মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের মাধ্যমে পদত্যাগপত্রটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন তিনি।
এর আগে শনিবার (২ মার্চ) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নীলফামারী জেলা বিএনপির ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়। ওই চিঠিতে রিজভী সাংগঠনিক দুর্বলতা ও বিশৃঙ্খলার কারণে নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো বলে উল্লেখ করেন। সেই সঙ্গে কোনো আহ্বায়ক কমিটি ঘোষণা না করে রিজভী একই চিঠিতে আপাতত দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সঙ্গে নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীদের সমন্বয় করতে বলেন।
উল্লেখ্য, শামসুজ্জামান জামান নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদকও ছিলেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্তৃক নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণার পর দলের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন শামসুজ্জামান জামান।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
আরএ