ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ১৫, ২০১৯
ব্যাংকক গেলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ফাইল ফটো

ঢাকা: চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বুধবার (১৫ মে) বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব।

হৃদরোগের বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ২০ মে তার দেশে তিনি দেশে ফিরতে পারেন।
 
হৃদরোগের চিকিৎসার জন্য সবশেষ গত বছরের ৩ জুন ব্যাংকক যান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতা রয়েছে। এর চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালে ১৪ জুলাই কারাবন্দি ফখরুলকে বিদেশে যেতে জামিন দেন সুপ্রিম কোর্ট। এরপর কয়েক দফায় তিনি সিঙ্গাপুর, ব্যাংকক ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য যান।
 
মঙ্গলবার সন্ধ্যায় মির্জা ফখরুল বাংলানিউজকে বলেন, আমি খুবই অসুস্থ। চিকিৎসার জন্য বুধবার ব্যাংকক যাচ্ছি।

তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।